চট্টগ্রামে কেমিক্যালের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল রাসায়নিক পণ্যসহ নানা ধরনের খাদ্যদ্রব্য ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, গুদামে বিভিন্ন ধরনের কেমিক্যাল, তেঁতুল জাতীয় ও খাদ্যপণ্য গুদামজাত করে রাখা হয়েছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর থেকে নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যানজট ও ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে ঘটনাস্থলে যেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, ফায়ার সার্ভিসের আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে বলে জানান ওই কর্মকর্তা।