চট্টগ্রামে ‘ঘুমন্ত’ ভাই-বোন আগুনে পুড়ে ছাই
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে অগ্নিকাণ্ড থেকে বাবা-মা বেঁচে গেলেও ঘর থেকে বের হতে পারেনি ‘ঘুমন্ত’ দুই শিশু। পুড়ে ছাই হয়ে যায় তারা। নিহত মুহাম্মদ মিনহাজ (১২) ও রুহি আক্তার (৩) মুহাম্মদ ইদ্রিসের সন্তান। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাতে পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়া আবদুস ছামাদ মাঝির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শটসার্কিট থেকে লাগা আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ইদ্রিসের দুই শিশু সন্তান আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।
ফায়ার স্টেশন ইনচার্জ আজাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় ঘরের আগুন নেভানো গেলেও বাঁচানো যায়নি দুই শিশুকে। তারা ঘরে ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।’