চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি ফ্লোরের ব্যাপক ক্ষতি হয়েছে। হালিশহর মাইলের মাথা এলাকায় হোসেন কমপ্লেক্সে ম্যাস অ্যাপারেলসের কারখানায় আজ শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ওই একই ভবনে রয়েল ফ্যাশন নামের একটি পোশাক কারখানাসহ দুটি ব্যাংকের শাখা রয়েছে। আগুনের সূত্রপাত তদন্ত ছাড়া বলা যাবে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাশ জানান, পোশাক কারখানার পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে, কারখানায় ছড়িয়ে পড়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, বন্দর ইপিজেডসহ বিভিন্ন স্টেশনের ১৪টি গাড়ি কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের পঞ্চম তলায় অবস্থিত ম্যাস ফ্যাশন পোশাক কারখানা, অফিসের কাগজপত্রসহ গুদাম, যন্ত্রপাতি ও কাপড় সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে সাপ্তাহিক বন্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।