চট্টগ্রামে ফার্নিচার কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ২
চট্টগ্রামের পাহাড়তলীতে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর কর্নেলহাট এলাকার পিটুপি ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সোমবার বিকেলে পৌনে ৪টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দীর্ঘ তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকাণ্ডের শুরুতেই ফার্নিচার কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো কারখানা এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের গাড়ি তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। এ সময় কারখানার ভেতর থেকে উদ্বার করা হয় একে একে দুই শ্রমিকের লাশ। এ খবর পেয়ে নিহত শ্রমিকের স্বজনরা কারাখানা এলাকায় ছুটে আসে। স্বজনের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনগণ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কাজ করে ক্ষয়ক্ষতির কমানোর চেষ্টা করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন জানান, কারখানার ভেতর ফার্নিচারের কাজে ব্যবহৃত ক্যামিকেল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ফার্নিচার কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানায় ফায়ার সার্ভিস।