চট্টগ্রামে ফের অগ্নিকাণ্ড, গতকালের অগ্নিকাণ্ডে নিহতদের চিহ্নিত করতে ডিএনএ টেস্ট
চট্টগ্রামের ষোলশহরের বায়েজিদ এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় ষোলশহর পলিটেকনিক এলাকায় আনোয়ারা গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
পোষাক কারখানার প্রধান কার্যালয় থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, বলছে ফায়ার সার্ভিস। এদিকে, গতকাল সোমবার বিকেলে নগরীর পাহাড়তলীতে ফার্নিচার কারখানায় দগ্ধ দুই শ্রমিকের লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাশ জানান, চার তলা ভবনের পোশাক কারখানার প্রধান কার্যালয় থেকে বায়েজিদ এলাকার অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা গেছে। আগুনে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ক্ষয়ক্ষতির পরিমান কম।
স্হানীয় লোকজন জানায়, অগ্নিকাণ্ডে পোষাক কারখানার কাগজপত্র ও গুদামের কাপড় পুড়ে গেছে।
বিজিএমইএ উপ-সচিব মো. আজিজ উদ্দিন জানান, আগুনে সামান্য ক্ষতি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কারখানা।
এদিকে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের পাহাড়তলীতে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত দুই শ্রমিকের লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত দুই শ্রমিকের লাশ চিহ্নিত করা যাচ্ছে না। নিহত দুই জনের লাশ চিহ্নিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত হয়েছে।