চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার থেকে নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রমকে কেন্দ্র করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা সংগ্রহ করার সময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। তবে টিকা নেওয়ার সময় কোনো সমস্যা হয়নি বলে জানান শিক্ষার্থীরা।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর টিকা নিতে পেরে বেশ খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম প্রিমিয়ারই সর্বোচ্চ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।