চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪৮ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই হাজার ২৮২টি নমুনা পরীক্ষায় এসব করোনা শনাক্ত করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৭৬ হাজার ৩২৬ জন।
আজ সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহর এলাকায় চারজন ও উপজেলা এলাকায় আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া পটিয়া, বোয়ালখালী সন্ধীপে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুই হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৮ জনের। শহরে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮০ জন। উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৬৮ জন। করোনায় এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হয়েছে ৮৯৭ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, শহরের পাশাপাশি নতুন নতুন উপজেলা ও গ্রামাঞ্চলে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা হলে করোনা আক্রান্ত সহনীয় হয়ে আসবে।
সিভিল সার্জন বলেন, ‘হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়ার পর পটিয়া, বোয়ালখালী সন্ধীপ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে ৮৯৭ জনের।’