চমক লাগানো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি
সাত বছরে পা দিতে চলেছে ‘লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি’। একাডেমির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে চলছে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি। আগামীকাল শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তন অনুষ্ঠিত হবে এই আয়োজন।
লক্ষ্যের প্রতিষ্ঠাতা ও সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরী বলেন, ‘এই একাডেমি থেকে কোর্স সম্পন্ন করে সম্প্রতি বিভিন্ন সম্প্রচারমাধ্যমে সংবাদ উপস্থাপক ও প্রতিবেদক হিসেবে সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে এমন ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে। রংধনু গ্রুপ নিবেদিত লক্ষ্য একাডেমি অ্যাওয়ার্ড-২০২৩ পাওয়ার্ড বাই গৌরব জুয়েলার্সের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হবে।’
আজীবন সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরকে। সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতা প্রশিক্ষণে গত ২৫ বছর ধরে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া সংবাদ উপস্থাপকদের মধ্যে প্রথম বিদেশের মাটিতে আয়রনম্যান হওয়ার খেতাব অর্জনকারী ডাক্তার সাকলায়েন রাসেল এবং নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ওপর নির্মিত অসাধারণ প্রতিবেদনের জন্য সম্প্রচার সাংবাদিক আশিকুর রহমান শ্রাবণকে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়া হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ব্যুরো চিফ জুলহাস আলম, প্রখ্যাত সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, ডিআরইউ প্রেসিডেন্ট মুরসালিন নোমানী, বিশিষ্ট উপস্থাপক আব্দুন নুর তুষার, শামসুদ্দিন হায়দার ডালিম, সাবিনা সাবি, দেওয়ান সাঈদুল হাসান, শারমিন রমা, সাদাত সাকের, বিভিন্ন টেলিভিশনের নির্বাহী প্রযোজক, সংবাদ উপস্থাপকসহ বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এইচ টি এম কাদের নেওয়াজ।
এই আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, জিএমএস কম্পোজিট অ্যান্ড নিটিং, উডপেকার, টরেভিনো, শশী হাসপাতাল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টেলিভিশন।
রাইসুল হক চৌধুরী আরও জানান, সংবাদ উপস্থাপনায় বাংলাদেশের প্রথম চর্চা কেন্দ্র লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ২৫০ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কাজ করছে। বছরে ১০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ টেলিভিশনের আদলে সম্প্রচার সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনার ওপর পেশাদারিত্বের সঙ্গে প্রশিক্ষণ দিয়ে থাকে এই একাডেমি। আয়োজনে নিমন্ত্রিত অতিথিদের থাকছে লক্ষ্য পরিবারের সদস্যদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।