চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে
করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
ফরহাদ হোসেন জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।
গত ১৪ এপ্রিল সকাল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন,কোভিড-১৯ বিস্তাররোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর ব্যাপারে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এর আগে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করলেও সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস, আদালত,ব্যাংক, ইত্যাদি খোলার রাখার অনুমতি দিয়েছিল। এরই একদিন পরে রাস্তায় গণপরিবহনের সংকট দেখা দিলে ৭ এপ্রিল থেকে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহণ চলার অনুমতি দেয় সরকার।