চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কাশেম খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভালো, সামাজিক ও ধার্মিক মানুষ। তিনি যেন আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে না পারেন, তাই একটি কুচক্রী মহলের চক্রান্তে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। মানববন্ধনকারীরা মামলা প্রত্যাহার এবং মামলা দায়েরকারীর বিরুদ্ধে শাস্তি দাবি করেন।