চাঁদপুরে কেক কেটে ও আলোচনায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২০ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।
বক্তারা বলেন, দুই দশক ধরে এনটিভি তার নিরেপক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সমস্যা ও সম্ভাবনার চিত্র আগামীতেও তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় এবং এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, জি এম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।