চাঁদপুরে পিকনিকে এসে কিশোরের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ছাড়া পিকনিকে আসা সুস্মিত সাহা (১৪) নামের আরেক কিশোর নিখোঁজ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহনপুর পর্যটনকেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর শামস কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। শামস ও সুস্মিত উভয়েই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরি দল মোহনপুর পর্যটনকেন্দ্রে এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, ‘বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে লঞ্চে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসে শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পরেই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা নদীতে গোসল করতে নামে। দুপুরে হঠাৎ করেই হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় থাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একইসঙ্গে গোসল করতে নেমে সুস্মিত সাহা নিখোঁজ হয়।’
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল বালা বলেন, ‘পিকনিকে এসে এক শিক্ষার্থী মারা গেছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, ‘আমরা নিখোঁজ ছাত্রের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নদীর তলদেশে তল্লাশি করার পর তার অবস্থান জানা যাবে।’