ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু, থমথমে ক্যাম্পাস
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া ক্যাম্পাস। হাসিবুল ইসলাম অন্তর নামে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে আজ শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসেন সড়কে। সেখানে টায়ার পুড়িয়ে বন্ধ করে দেন যানচলাচল। স্থানীয়দের দাবি, এ সময় তারা দোকানপাটে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে, মেতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
হাসিবুল ইসলাম অন্তর সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪৪তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (শিক্ষার্থী বিভাগ) সৈয়দ মিজানুর রহমান রাজু জানান, গত ২৭ অক্টোবর স্থানীয় কয়েক যুবক অন্তরকে ডেকে বিরুলিয়া ব্রিজের নিচে নিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে ড্যাফোডিল কেয়ারে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে অন্তরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আহত শিক্ষার্থীকে তার পরিবারের তত্ত্বাবধানে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্তরের মৃত্যুর খবরে আজ শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে আকরান বাজারে জড়ো হন। পুলিশ বলছে, এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাজারের বেশ কয়েকটি দোকানের আসবাপত্র ভাঙচুর করেন। স্থানীয়রা এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীরা বিরুলিয়ার আঞ্চলিক সড়কে অগ্নিসংযোগ করে এবং প্রায় শতাধিক দোকানপাটে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। যদিও সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি রাহাতকে আজ ভোরে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সেখানে সে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।’
ওসি দীপক জানান, গ্রেপ্তার রাহাতের বিষয়ে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।