চাঁদাবাজির অভিযোগে পৌর হকার্স লীগের সভাপতি গ্রেপ্তার
সাভার বাজার বাসস্ট্যান্ডে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সাভারবাজার বাসন্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন। পরে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে আজ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠালে শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্ল্যা বলেন, ‘আসামি বর্তমানে কারাগারে রয়েছে।’
এদিকে নানা অভিযোগে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।