চাকা ঘুরল স্বপ্নের মেট্রোরেলের
মেট্রোরেল চালু হওয়া নিয়ে অধীর আগ্রহে অপেক্ষারত রাজধানীবাসী। সেই মেট্রোরেল আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত ছয়টি বগি নিয়ে পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। মেট্রোরেলটি উত্তরা থেকে মিরপুর—মোট চারটি স্টেশনে চলাচল করেছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলটি ঠিকঠাকভাবে চলছে কি না দেখতে প্রথম বারের মতো এ রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করা হয়েছে।
বাংলাদেশের স্বপ্নের এই মেট্রোরেল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরুর পর থেকে তা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করছে দেশবাসী। পরীক্ষামূলকভাবে চলা মেট্রোরেলটি চলাচলের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে আনন্দে ভাসছে মানুষ, প্রকাশ করছে স্বস্তি।
দেশের মানুষ দীর্ঘদিন ধরে মেট্রোরেল চলাচলের এ দৃশ্য দেখার জন্য অপেক্ষায় ছিল বলে মন্তব্য অনেকের। সাজু আহমেদ নামের একজন বলেন, ‘পরীক্ষামূলকভাবে মেট্রোরেলটি চলল। দেখতেই ভালো লাগছে। এটা আমাদের জন্য স্বস্তি ও আনন্দের খবর। এখন আমরা তাকিয়ে থাকব, কবে থেকে নিয়মিত চলাচল শুরু করবে।’
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে, তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। তবে, কোন পর্যন্ত ট্রেনটি চালনা করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন মেট্রোরেলের লাইনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন চালনা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার সকালে।