চামড়াসহ ২ বাঘ শিকারিকে গ্রেপ্তার করেছে র্যাব
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ দুই বাঘ শিকারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ খুলনার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক কর্নেল মোসতাক আহমেদ।
অধিনায়ক জানান, সাতক্ষীরা ক্যাম্পের র্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণী অবৈধভাবে কৌশলে শিকার করে সেসব চামড়া ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানের মাধ্যমে পাচার করে আসছে।
অধিনায়ক আরও জানান, এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, জেলার শ্যামনগর থানা এলাকায় পাচারকারী চক্রের সদস্যরা বাঘের একটি চামড়া পাচার করার উদ্দেশে অবস্থান করছেন। সেই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গতকাল সন্ধ্যায় হরিণনগর ধল এলাকায় অভিযান পরিচালনা করে। তখন মো. হাফিজুর শেখ (৪৭) ও মো. ইসমাইল শেখকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার করা আসামিদের কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন মাছধরা ও গোলপাতা সংগ্রহের পাশ নিয়ে সুন্দরবনে যান। পরে ছাগলের মাংসের সঙ্গে কীটনাশক ব্যবহার করে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করেন। রয়েল বেঙ্গল টাইগারের চামড়া দেশে ও দেশের বাইরে শৌখিন মানুষদের কাছে কোটি টাকায় বিক্রয় করেন।
পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই অধিনায়ক।