চার মহানগরে পুলিশের নতুন মুখ
বাংলাদেশ পুলিশের বদলি সংক্রান্ত ব্যাপারে বড় ধরনের পরিবর্তন হয়েছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম, গাজীপুর, রংপুর ও বরিশাল মহানগর পুলিশে নতুন চার মুখ এসেছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার পদে নৌ-পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করা ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনা এবং বরিশাল মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া মো. সাইফুল ইসলাম।
আর এই চার মহানগর পুলিশের বর্তমান চার কমিশনারকে পুলিশের বিভিন্ন পদে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতি পাওয়া মোট ৪১ জন ডিআইজিকে পুলিশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।