চা শ্রমিক ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে : মির্জা ফখরুল
চা শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিএনপির সমর্থনের কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘চা শ্রমিক ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে আমাদের।’
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের সামনে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সংলাপের কোনো পরিবেশ বাংলাদেশে নেই। এখানে রাজনৈতিক যে সংকট তার সমাধানই সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হবেন। যতক্ষণ না মামলাগুলো প্রত্যাহার করা হবে, যতক্ষণ না এই সরকার পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, সংসদ বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সংলাপের প্রশ্নেই উঠবে না।’
এসময় জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। একইসঙ্গে চা শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানান।
‘খালেদা জিয়া সুস্থ আছেন’ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডামের অবস্থা ভালো। আমি তাঁর ডাক্তারের সঙ্গে কথা বলেছি, সেই ডাক্তার বলেছেন, উনি অত্যন্ত ভালো আছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। উনি হাসপাতাল থেকে যেমনি এসছিলেন, সেরকমই আছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘এমনিতেই তো উনি অসুস্থ। অসুস্থতার মধ্যে সুস্থ আছেন। এমন কোনো ব্যাপার নেই যে, এখনই তাঁকে হাসপাতালে যেতে হবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, ওবায়দুর নাসির, সাঈদ সোহরাব, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।