চিংড়িতে অপদ্রব্য পুশ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
সাতক্ষীরায় র্যাবের অভিযানে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য পুশ করার অপরাধে মুজাহিদ (২৫) এবং আল আমিন (২১) নামের দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে শ্যামনগরের কাশিমারীতে এই অভিযান পরিচালনা করে র্যাব-৬। অভিযানে অপদ্রব্য পুশ করা ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
র্যাব জানায়, দুই ব্যক্তি দোষ স্বীকার করে জরিমানা পরিশোধ করেছেন। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। ভেজাল মিশ্রিত যে কোনো খাদ্যসামগ্রী বিক্রি বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, উপ সহকারী পরিচালক মো. সেলিম মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান ও সাকিবুর রহমান প্রমুখ।