চিকিৎসা নিতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, ভণ্ড কবিরাজ গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই কবিরাজের নাম সালাম মিয়া (৪৫)। তিনি ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কবিরাজ সালাম মিয়া প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার তাঁর কাছে চিকিৎসা নিতে যান। এ সময় কবিরাজ তাঁকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করারও হুমকি দেন। পরে ওই গৃহবধূ রাতেই ধামরাই থানায় উপস্থিত হয়ে ওই কবিরাজকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ আজ সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আটক আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’