চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষের সভায় বিএনপি
চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন দলটির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান জানান, চীনা কমিউনিস্ট পার্টির ভার্চুয়াল আলোচনায় বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।
১৯২১ সালের ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘ এক গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে দলটি চীনের ক্ষমতায় আসে। তারপর থেকে ৭২ বছর ধরে দলটি চীন শাসন করে আসছে।