চীনের ছয় কোটি টিকা কেনার প্রস্তাবে সায়
চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের উৎপাদিত ছয় কোটি ডোজ করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীন থেকে আমরা আরও ছয় কোটি ডোজ টিকা কিনব। আজকের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যেই এ টিকার অধিকাংশ ডোজ দেশে আসবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে টিকা কেনার এ প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) চুক্তিপত্রে উল্লিখিত একক মূল্যে ক্রয়ের কথা বলা হয়েছে।
টিকার বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনতে হবে। এ জন্য ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন কেনা প্রয়োজন। এর মধ্যে দুই কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজ আমরা ছয় কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। পর্যায়ক্রমে আমাদের আরও টিকা কেনার দিকে যেতে হবে।’
টিকার দামের বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত দামের বিষয়টি বলা যাবে না। তবে আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি।