চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে জবেদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তারই ছেলে মুকুল হোসেন। আজ শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে মুকুল হোসেনকে আটক করেছে।
নিহত জবেদা খাতুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মুকুল হোসেন বেকার। বাড়িতে খাবার নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে মুকুল ধারালো অস্ত্র দিয়ে মা জবেদা খাতুনের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।