চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক মাসুদ ব্যপারীকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে যেকোনো সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
আজ শনিবার সকালে বড় বিঘাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গনি সিকদারের বাড়ির কাছের রাস্তার পাশে তাঁর মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ওই যুবক তিন নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে।
বড় বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী মজনু মোল্লা বলেন, ‘গতকাল রাতে আমরা পটুয়াখালী থেকে বড় বিঘাই আসি। মাসুদ রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হাওলাদার এবং রাহাত মাঝিকে তাদের বাড়িতে নামিয়ে দিতে যায়। ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাকে ফোন করে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। বিস্তারিত পরে বলা যাবে।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বড় বিঘাই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।