ছাতকে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষে আহত ৫০
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গাড়ি পার্কিং করা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ ও করছখালী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং করা নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে আজ সকালে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হাসনাবাদ রেল লাইনের ওপর অবস্থান নিলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষে রেললাইনে ব্যবহৃত পাথর, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে আহত কদরুল ইসলাম, সদরুল ইসলাম, আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নোমান আহমদ, ওয়ারিছ আলী, সফিকুল হক, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহাউদ্দিন শাহী, খালেদ মিয়াকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, পরিস্থিত এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।