ছাদের পলেস্তারা খসে মারাত্মক আহত দুদক কর্মকর্তা
ঢাকার নিম্ন আদালতে দুদকের জিআর শাখার ছাদের পলেস্তারা খসে পড়ে মারাত্মক আহত হয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক (প্রসিকিউশন) মো. আমিনুল ইসলাম। আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকালে অফিসে দায়িত্ব পালনের সময় হঠাৎ করেই ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তাৎক্ষণিকভাবে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। এরপর তাঁকে বাসায় পাঠানো হয়েছে।’
জিআর শাখাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সংলগ্ন ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের তিন তলায় অবস্থিত। পুরোনো এ ভবনে আগে কয়েকটি এজলাস থাকলেও এখন তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সরিয়ে নেওয়া হয়েছে
পুরোনো সেই ভবনে দুদক জিআর অফিস স্থানান্তরে এখন আতঙ্কিত সংস্থাটির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা।