পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা
চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালক এস এম শহীদুল্লাহর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, রাতে একটি মামলায় গ্রেপ্তার করার পরেই এস এম শহীদুল্লাহকে অসুস্থ হয়ে পড়েন। এরপর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাতে নগরীর চান্দগাঁও থানায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, ‘মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানা পুলিশ পরিচয়ে সাদা পোশাকের একদল লোক এস এম শহীদুল্লাহকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। এ সময় তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা ধরে নেওয়ার কোনো কারণ জানায়নি পুলিশ।’
নিহত এস এম শহীদুল্লাহর ছেলে নাফিজ শহীদ বলেন, ‘দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন বাবা। ঘটনার পর পরিবারের সদস্যরা ওষুধ নিয়ে থানায় গেলেও পুলিশ কাউকে ঢুকতে দেয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
নিহতের ভাতিজা আনোয়ার বলেন, ‘মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশের পক্ষ থেকে পরিবারকে চাচার (এস এম শহীদুল্লাহ) অসুস্থতার কথা জানায়। পরে থানায় গিয়ে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।’
অভিযোগ অস্বীকার করে পুলিশের অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার বলেন, ‘নগরীর পার্কভিউ হাসপাতালে আনার পর এস এম শহীদুল্লাহ মারা যান। পরিবারের অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।’