ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
গাজীপুরে বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসাছাত্রের নাম মো. সিয়াম (১১)। সে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন বারবৈকা এলাকার জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু খান জানান, আজ সকালের দিকে সিয়াম পরিবারের কাউকে না জানিয়ে বাসার তিনতলার ছাদে গিয়ে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় ঘুড়িটি হঠাৎ বাসার পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সে ঘুড়িটি একটি রড দিয়ে বৈদ্যুতিক তার থেকে ছাড়ানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীর ঝলসে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে, সন্তানকে না পেয়ে তার মা খোঁজাখুঁজির এক পর্যায়ে ছাদে গিয়ে সিয়ামের ঝলসানো লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বাসার ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।