ছিনতাই হওয়া ৭০০ হাঁসসহ চার দস্যু গ্রেপ্তার
পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিল থেকে ছিনিয়ে নেওয়া ৭০০ পাতি হাঁসসহ চার দস্যুকে গ্রেপ্তার ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত পৌনে ২টায় হাঁসগুলো ছিনতাই হয়। এর কিছুক্ষণ পরই জেলার কাশীনাথপুর মোড় থেকে ওই হাঁসসহ দস্যুদের গ্রেপ্তার এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
গ্রেপ্তার করা দস্যুরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী গ্রামের লিমন শেখ (২৬), তাড়াশ উপজেলার ভাদাস পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহীম প্রামাণিক (২৭), সোনাউল্লাহ (৩০) ও কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্দারহাজার গ্রামের আব্দুল বাছেদ (৩৩)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, উপজেলার ভায়না গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক ও তার ছোট ভাই আনিস ওরফে বাবু প্রামাণিক দীর্ঘদিন ধরে গাজনার বিলের খয়রান ব্রিজ পয়েন্টে ৭০০ পাতি হাঁস লালন পালন করে আসছিলেন। গতকাল দিনগত রাত পৌনে ২টার দিকে চারজন অজ্ঞাত পরিচয় সশস্ত্র দস্যু অস্ত্রের মুখে সেলিম ও বাবুর হাত-পা বেঁধে হাঁসগুলো একটি পিকআপ ভ্যানে তুলে কাশীনাথপুরের দিকে রওনা দেয়। ঘটনাটি জানতে পেরে সুজানগর থানার টহলরত পুলিশ বিষয়টি পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসিকে অবহিত করেন। পুলিশ সুপার আকবর আলী মুনসি তাৎক্ষণিক সুজানগর থানাসহ ডিবি পুলিশ এবং আমিনপুর থানা পুলিশকে কাশীনাথপুর মোড়ে চেক পোস্ট বসানোর নির্দেশ দেন। রাত ২টা ১০ মিনিটের দিকে চেক পোস্টে নিয়োজিত পুলিশ ৭০০ হাঁস ভর্তি ওই পিকআপ ভ্যানকে সিগন্যাল দিয়ে থামায় এবং হাঁস ও পিকআপ ভ্যানসহ ওই চার দস্যুকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সুজানগর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।