জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।
দুই দিনের সফরে আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার পর সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ১১টার পর সেখানে পৌঁছান তিনি। পদ্মা সেতু হয়ে জন্মভিটায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচির অংশ হিসেবে আজই খুলনার উদ্দেশে যাত্রা করে আবার টুঙ্গিপাড়ায় ফিরবেন প্রধানমন্ত্রী।
পরের দিন শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ওই দিন দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে।