জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হারারেতে স্বাগতিকদের ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।