জাতীয় মসজিদে শনিবার ব্যারিস্টার রফিক-উল হকের স্মরণসভা
খ্যাতনামা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক- উল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২২ অক্টোবর শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বাদ আসর জাতীয় মসজিদে মরহুম রফিক-উল হকের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠেয় এ স্মরণসভায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক ২০২০ সালের ২৪ অক্টোবর রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যান তিনি।
ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। এর পর যুক্তরাজ্য থেকে ১৯৬২ সালে বার অ্যাট ল সম্পন্ন করেন। ১৯৬৫ সালে হাইকোর্টের আইনজীবী এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। আইন পেশায় দীর্ঘ প্রায় ৬০ বছর পার করেছেন তিনি।
দেশে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন রফিক-উল হক। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এ আইনজীবী। দলমত নির্বিশেষে রাজনীতিবিদরা সব বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা সবসময় তাঁকে পাশে পেয়েছেন। ব্যারিস্টার রফিক-উল হক তার জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়।