ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া
দেশের খ্যাতনামা আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম মৃত্যবার্ষিকী আজ রোববার। ২০২০ সালের আজকের দিনে তিনি রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে মারা যান।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার রফিক-উল হকের রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ রোববার বাদ আসর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ দোয়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোনাজাতের আগে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ সালেহ উদ্দিন বলেন, ব্যারিস্টার রফিক-উল হক শুধু একজন প্রতিথযশা আইনজীবীই ছিলেন না, ছিলেন একজন দানবীর। তিনি প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি হাসপাতাল, এতিমখানা, মসজিদ, মেডিকেল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি গাজীপুরের কালিয়াকৈরে একটি ১০০ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শুরু করে গেছেন। ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠায়ও ভূমিকা ছিলো এ আইনজীবীর। বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ ও নূরজাহান ওয়ার্ড, আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল এবং আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। তিনি অন্তত ২৫টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।