জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানী উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মো. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কোঁসুলি আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বুধবার ছিল মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন করেন তাদের আইনজীবী। এরপর আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১২ সালে নাশকতার অভিযোগে উত্তরা পশ্চিম থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।