জামিন চাইতে আসা আসামির অস্ত্রসহ আদালতে প্রবেশ
জামিন চাইতে এসে আইনজীবী ও উপস্থিত সবার চোখ ফাঁকি দিয়ে পিস্তল নিয়ে আদালতের এজলাসে ঢুকে পড়েন বন মামলার মনসুর আহমেদ নামের এক আসামি।
রোববার দুপুরে গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত-২-এ এ ঘটনা ঘটে।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি বন মামলার আসামি মনসুর লাইসেন্স করা পিস্তল লুকিয়ে জামিনের জন্য আদালতে হাজির হন। কিন্তু, বিচারক তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে। এ নিয়ে আদালতে হইচই শুরু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর- অপরাধ) জাকির হোসেন বলেন, খবর পেয়ে আদালতে দ্রুত পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রটি তাঁর কাছ থেকে উদ্ধার করে।
মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের পর সেটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া মনসুরকে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করার ঘটনায় মনসুরের বিরুদ্ধে রোববার রাতেই মামলা হয়েছে। সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন বলেও জানান এসআই মোশারফ হোসেন।