জিন তাড়াতে গিয়ে যুবককে গলা টিপে হত্যা
বরিশালের হিজলায় এক যুবককে জিনের আছর থেকে মুক্ত করতে গিয়ে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ফকির বেশধারী দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই ফকিরকে গ্রেপ্তারের পর আজ জেলাহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাসেল ঘরামী (৩০) ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী বলেন, ‘রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল তাকে জিনে ধরেছে। এরপর গতকাল হিজলা গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দুই ফকিরকে আনা হয় জিন তাড়ানোর জন্য। এ কাজ করতে গিয়ে এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরে ওই দুই ফকির। এক সময় রাসেল অসুস্থ হয়ে পড়লে তাকে টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে রাসেলকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল জানান, এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতের নেওয়া হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।