জুনায়েদ বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়, দাফন বাবুনগরে
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর (৬৭) জানাজা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হবে। চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। মাদ্রাসার মজলিসে এবাদির সদস্য মাওলানা মোহাম্মদ শেখ আহমদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও কিডনিজনিত রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এরপর আজ বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।