জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কারণ নেই : সৌদি পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। তেলের বাজার স্থিতিশীল রাখতে রিয়াদ প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
বাংলাদেশ সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকের পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের একটি মাত্র প্রশ্ন নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহ প্রসঙ্গ নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। ওই প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, বাংলাদেশে তেল সরবরাহে কোনো সমস্যা হবে না।
এর আগে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের দুদিনের সংক্ষিপ্ত সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়।
পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করা, আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থনের বিষয়ে আলোচনা ও ঐকমত্যের কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সংক্ষিপ্ত সফর শেষে দুপুরেই ঢাকা ছাড়েন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।