জয়পুরহাটে জমে উঠেছে ঈদবাজার, স্বাস্থ্যবিধি মানছে না কেউ
মহামারি করোনা আতঙ্কের মধ্যে জয়পুরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। শহরের রাস্তাঘাটসহ প্রতিটি মার্কেটে উপচেপড়া ভিড় দেখা গেছে। কেনাকাটার ব্যস্ততায় ক্রেতা-বিক্রেতারা ভুলে গেছে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কা। এসব মানুষের কারও কারও মুখে মাস্ক দেখা গেলেও নেই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই।
চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের ঈদের বেচাকেনা মন্দা হবে বলে ধারণা করেছিলেন ব্যবসায়ীরা। প্রথমদিকে এমন ভাবনা থাকলেও বাস্তবতা ভিন্ন। বিগত সব বছরগুলোর মতই ঈদ বাজার জমেছে সেই চিরচেনা রূপে। বরং ঈদ দোরগোড়ায় চলে আসায় করোনা ও লকডাউনের অজুহাতে বাড়তি দামে বেচাকেনা হচ্ছে। তৈরি পোশাক, শাড়ি-কাপড়, জুতাসহ প্রতিটি পণ্যসামগ্রীর দাম বেড়ানো হয়েছে।
শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা।