জয়পুরহাটে পর্নোভিডিও সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৬
জয়পুরহাটের ক্ষেতলালে গোপনে অবৈধ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার অভিযোগে এক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে র্যাব-৫, জয়পুরহাটের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট তৌকিরের নেতৃত্বে এই অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সিপিইউ, ১০টি হার্ড ডিস্ক, ছয়টি মনিটর, ১৮টি বিভিন্ন ক্যাবল ও ছয়টি মাউস জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৬), ফারুক হোসেন (২৮), আরমান হোসেন (২৮), একলাছুর রহমান (২১), সুজন হালদার (২৪) ও শাহিনুর রহমান (২৭)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। জিজ্ঞাসাবাদ শেষে পরে তাদের ক্ষেতলাল থানায় সোপর্দ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলা করা হয়েছে।