জয়পুরহাটে বিচারককে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি
জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ওই বিচারকের পক্ষ থেকে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ চিঠির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার আশরাফ আলীর নাম উল্লেখ রয়েছে।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক (জজ) মো. রোস্তম আলীকে ‘তালেবান’ পরিচয়ে হুমকি দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই চিঠি পাঠানো হয়।
এ চিঠিটি পাওয়ার পর বিচারক মো. রুস্তম আলী জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে জানান। এরপর পুলিশ সুপার দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘যতোই চেষ্টা ও ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কেউ ধ্বংস করতে পারবে না। বিচারক, আইনজীবী স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। তবে হুমকিদাতাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত।’
এ বিষয়ে আজ শুক্রবার ওসি এ কে এম আলমগীর জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ চিঠির বিষয়ে বলেন, ‘ওই চিঠিতে দেওয়া ঠিকানা অনুযায়ী প্রেরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।’
চিঠির ভেতরের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘চিঠিটির লেখা ও ভাষা দেখে মনে হয়েছে কোনো ক্লাস এইট বা নাইনে পড়ুয়া কারও হতে পারে।’