ঝিকরগাছায় যুবকের মরদেহ উদ্ধার
যশোরের ঝিকরগাছা উপজেলায় পিয়ার হোসেন আকাশ (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার গদখালী বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকাশ মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ভ্যানচালক আবদুল মোতালেবের ছেলে। তিনি মজুরের কাজ করতেন। মরদেহের নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা ঝরছিল। শরীরের একাধিক স্থানে কালো দাগ রয়েছে।
আকাশের বাবা আবদুল মোতালেব বলেন, ‘গত শুক্রবার সকালে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বড় বোন ফাতেমা খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আকাশ। এরপর রাত ১টার দিকে ঝিকরগাছা থানা থেকে আকাশের বিষয়ে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখি।’
মোতালেব অভিযোগ করে বলেন, ‘বাড়ির পাশের লোকই আমাদের শত্রু। তাঁরা এই কাজ করতে পারে বলে আমার ধারণা।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অন্য কোথাও হত্যার পর মরদেহটি ওই স্থানে নিয়ে ফেলে রাখা হয় বলে তিনি ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’