টঙ্গীতে প্রতিবন্ধী কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, ভাইয়ের তিন বন্ধু গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বড় ভাইয়ের বন্ধুরা। এমন অভিযোগে আজ রোববার মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে পুলিশ তিন তরুণকে গ্রেপ্তার করেছে।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি এলাকার মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (১৯), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বইসিক এলাকার নাঈম শেখ (১৯) ও শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা নদীরপাড় এলাকার মো. মনিরুল ইসলাম (১৮)। তারা সবাই গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় থাকেন।
ওসি জানান, টঙ্গীতে সপরিবারে ভাড়ায় থাকেন ঝালকাঠি জেলার এক ব্যক্তি। গতকাল শনিবার দুপুর সোয়া ১টার দিকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে (১৫) বাসার পাশে হাঁটাহাঁটি করছিল। এ সময় তাকে একা পেয়ে ভাইয়ের বন্ধু রফিক খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি রিকশায় উঠিয়ে কাউসারের বাসায় নিয়ে যান। সেখানে রফিক, নাঈম ও মনিরুল কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর কিশোরীকে একটি রিকশায় উঠিয়ে বাসায় ফেরত পাঠিয়ে দেন তারা। কিশোরীটি বাসায় গিয়ে স্বজনদের কাছে ঘটনাটি জানালে তার পরিবার এ ব্যাপারে আজ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে পুলিশ এ ঘটনায় জড়িত ওই তিন যুবককে গ্রেপ্তার করে।