ট্রাককে পেছন থেকে পিকআপের ধাক্কা, চালকের সহকারী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাককে পেছন থেকে পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মারুফ (১৩)। সে পিকআপ চালকের সহকারী ছিল। এ সময় গুরুতর আহত হয়েছেন পিকআপের চালক।
উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ফকিরা গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে মেম্বারবাড়ি এলাকার ফকিরা গার্মেন্টসের সামনে একটি দ্রুতগামী পিকআপ ময়মনসিংহগামী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালকের সহকারী মারুফ নিহত হয়। এ সময় গুরুতর আহত হন পিকআপের চালক। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
এরই মধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।