ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু
রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতুর (৩৫) মৃত্যু হয়েছে। রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তাঁর। এর আগে গত ২৪ অক্টোবর বিকেলে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ব্রিজের ওপর থেকে ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
রুমানা আক্তার মিতু পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাসিন্দা।
পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালি জানান, ২৪ অক্টোবর ভাঙ্গুড়ার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান রুমানা আক্তার মিতু। সে সময় তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ ট্রেন চলে এলে দুর্ঘটনার শিকার হন তিনি। ওই সময় রেললাইনের নিচে পড়ে নিখোঁজ হয়েছিলেন মিতু। পরে তাঁকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক সেখান থেকে স্থানান্তর করার পরামর্শ দিলে তাঁকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘মিতু দলের একনিষ্ঠ নেত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পর রুমানা আক্তার মিতু মৃত্যুবরণ করেছেন। তাঁর মরদেহ রাজশাহী থেকে নিয়ে আসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক মিতুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।