ডাকাত সরাতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে : শাহ নেওয়াজ
ডাকাত সরাতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। আজ রোববার সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সময় একথা বলেন শাহ নেওয়াজ।
সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়।
শাহ নেওয়াজ বলেন, ‘ব্যালট পেপারেও তো সিল মারা যায়। এ জন্য ইভিএমকে দোষারোপ করে লাভ নেই। ইসিতে যে ডাকাত দাঁড়িয়ে থাকার কথাটি বলা হয়, এটা আসলে সত্যি। এই বিষয়টি শক্তভাবে দেখতে হবে। ডাকাত সরাতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।’
সংলাপে সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে মাহবুব তালুকদার, সাবেক কমিশনার আবু হাফিজও আরও বক্তব্য দেন।
হাফিজ বলেন, ‘আইনপ্রয়োগ সঠিকভাবে করতে হবে। তাহলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। আমরা সঠিকভাবে নির্বাচন করলেও মানুষ মনে করেছে সুষ্ঠু হয়নি। এটা আমাদের ব্যর্থতা।’
আর সবার আগে একটা নিরপেক্ষ সরকার দরকার বলে মন্তব্য করেছেন মাহবুব তালুকদার।
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ এই সংলাপের আয়োজন করা হয়।