ডিএমপির যুগ্ম কমিশনারসহ সাত কর্মকর্তাকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনারসহ সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের আদেশে পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে ও বুধবার তিন যুগ্ম কমিশনারকে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার বদলির আদেশ পাওয়া তিন কর্মকর্তা হলেন- যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির ট্রান্সপোর্ট বিভাগে বদলির আদেশপ্রাপ্ত সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন আ্যন্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার আ্যন্ড স্পোর্টস) সামিরা সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ) ও সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) হিসেবে বদলি করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পরিদর্শক মো. মীর কাশেমকে পিওএম-পশ্চিম বিভাগে, মো. ইসমাইল কবীর খাঁনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, মো. আবদুর রশিদকে পিওএম-পূর্ব বিভাগে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (অপারেশন) পীযূষ কুমার সরকারকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।