ডিএমপির ৬ পরিদর্শক বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফারুক হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।
এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও তিনি জানান।
বদলির আদেশ থেকে জানা গেছে, মো. মাহিদুল ইসলামকে ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগে দেওয়া হয়েছে, সমীর চন্দ্র সূত্রধরকে ডিবি গুলশানে, মো. শহীদউল্লাহকে ডিএমপির ডিএসএন্ডআইআই বিভাগে, মো. আমিনুল ইসলামকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মো. আব্দুল হাইকে ডিবি ওয়ারী বিভাগে ও নাজমা আকতারকে ডিএমপির লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।