ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপি
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, বৈঠকে বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি নিয়ে কথা বলতে এ বৈঠক করা হবে।