ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপি
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা মহানগর পুলিশ কমিশন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির প্রতিনিধি দলে থাকবেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।